অক্টোবরে আসছে ডার্ট ৫

৮ মে, ২০২০ ০২:০৬  
মাত্র কয়েকদিন আগে কোডমাস্টার্স ঘোষণা দেয় তারা আর ডার্ট র‍্যালি ২.০ এর বড় কোনো আপডেট আনবে না। এবার ডার্ট ধারাবাহিকের নতুন গেম উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ডার্ট ৫ নামের এই গেমটিতে নতুন ফিচারের পাশাপাশি একাধিক রেইস একইরকম হবে না বলে জানানো হয়েছে। খবর এনগ্যাজেট। আগামী ডিসেম্বরে গেমটি উন্মুক্ত করা হবে। উন্মোচন ট্রেইলারে গেমটির ফুটেজ দেখানো হয়েছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে পরবর্তী প্রজন্মের কনসোলে এটি কেমন দেখাবে। থাকছে একাধিক লোকেশন। ফলে গেমাররা নিউ ইয়র্ক থেকে চীন, নরওয়ে, ব্রাজিলসহ সেখানে থাকা পছন্দের লোকেশন বাছাই করতে পারবেন। প্রথমবারের মতো এই সিরিজে যুক্ত হচ্ছে ফোর-প্লেয়ার স্প্লিট স্ক্রিণ। ক্যারিয়ার মোডে গেমার স্পন্সরদের সাথে ডিল করতে পারবে, যারা অর্থের বিনিময়ে তাদের জন্য খেলতে দিবে। থাকতে হবে মেন্টর। ৬০ ফ্রেম পার সেকেন্ডে ফোরকে রেজ্যুলেশনে চলবে ডার্ট ৫ গেম। তবে ১২০ হার্টজে চালানোরও অপশন রয়েছে। ডিবিটেক/বিএমটি